৫ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফি পরিশোধ ও প্রস্তুতি সংক্রান্ত *নোটিশ* *বিষয়: ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ও ফি পরিশোধ সংক্রান্ত* প্রিয় অভিভাবকবৃন্দ, অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আল হুদা একাডেমির ৫ম শ্রেণির কিছু মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে। পরীক্ষার বৃত্তি ফি নির্ধারণ করা হয়েছে *৮০০ টাকা* প্রতি শিক্ষার্থী। অনুগ্রহ করে আগামীকাল *সোমবার দুপুর ১২টার (12 PM)* মধ্যে নির্ধারিত ফি অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। *বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের নাম:* ১। সামিয়া ২। রাইসা ৩। মোবাশ্বিরা ৪। জান্নাত ৫। মনিশা ৬। ওহী ৭। আয়েশা শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে যেন তারা মনোযোগ দিয়ে পাঠ্যবই অধ্যয়ন করে এবং বৃত্তি পরীক্ষার যথাযথ প্রস্তুতি নেয়।অভিভাবকবৃন্দকেও অনুরোধ করা হচ্ছে সন্তানদের পড়ালেখায় তদারকি ও উৎসাহ প্রদানের মাধ্যমে সহযোগিতা করতে। আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের শিক্ষার্থীরা উত্তম ফল অর্জন করবে। ধন্যবাদান্তে, মো: শফিকুল ইসলাম পরিচালক *আল হুদা একাডেমি* মাইজহাটি, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ |